শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: মোহন আগাসেকে জীবনকৃতি সম্মান, কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের হাট

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জানুয়ারী ২০২৪ ১০ : ৪৩


ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)এ বছর চার বছরে পা দিল। এই চার বছরেই কলেবরে অনেকটা বড় হয়েছে এই উৎসব। তাই এ বছর তাদের ট্যাগলাইন ‘ছোট ছবির বড় উৎসব’। ২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি এই ছ’দিন ধরে চলল এবারের উদযাপন।  

৩০টি দেশের ছোট ছবি দেখানো হয়েছে এবারের উৎসবে। সারা পৃথিবী থেকে মোট ২৭০টা ছবি জমা পড়েছিল। আমেরিকা, পোল্যান্ড, জাপান, কোরিয়া, বাংলাদেশ, মিশর, চেক, নেপাল, ভূটান-সহ বিশ্বের সব দেশ থেকেই সেরা ছোট ছবির মনোনয়ন জমা পড়েছিল। এদের মধ্যে ৮০টি ছবি মনোনীত। এই ৮০টি ছবিই দেখানো হয়েছে। ২৩-২৫ জানুয়ারি অনলাইনে এবং ২৬-২৮ জানুয়ারি রোটারি সদনে বিশ্বের সেরা ছোট ছবিগুলি দেখানো হয়। এবারের উৎসবের উল্লেখযোগ্য ছবি যুধাজিৎ বসুর ‘নেহেমিচ’। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারে দেখানো হয়। "দ্য টু ওয়ে স্ট্রিট" ছবিটি ভারতীয় ছবি হিসাবে অস্কারে মনোনয়ন পেয়েছে। শ্যাম বেনেগালের প্রযোজনায় তৈরি সতীশ শর্মার ছোট ছবি "ইয়ান"। সঞ্জয় মিশ্র অভিনীত মণীশ সাইনির "গিধ" ইতিমধ্যেই সাড়া ফেলেছে। মোহন আগাসে অভিনীত "মাই ফাদার ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার" উল্লেখযোগ্য। বাংলা ছবির মধ্যে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের ‘২৫১’। চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে পারমিতা মুন্সির "দ্য লাস্ট ট্রাম", মুনমুন সেন এবং সব্যসাচী চক্রবর্তী অভিনীত "ক্যাবেচ" দেখার সুযোগ মিলেছে। এছাড়া, ট্রাইবাল ছবি "পাপায়া", "দ্য রোড"ও ছিল তালিকায়। গোটা উৎসবের প্রোগ্রামিং-এর দায়িত্ব সামলেছেন অঙ্কিত বাগচি।

পাশাপাশি ছিল আলোচনা, ‘মাস্টার ক্লাস’। "সিনেমা উইথ এ কস" নিয়ে ছিল আলোচনা। হিউম্যান রাইটস, এলজিবিটির মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল। উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, ‘‘ছোট ছবিই এখন ভবিষ্যত। ক্রমশ ছোট ছবির চাহিদা বাড়ছে। এই ফেস্টিভ্যাল নতুন পরিচালকদের সাহস যোগাবে, উৎসাহ দেবে বলে আমার বিশ্বাস। এবার থেকে মাল্টিপ্লেক্সগুলোয় ছোট ছবি দেখানো উচিত বলে আমার মনে হয়। ইন্ডাস্ট্রির চৌকাঠ এই ছোট ছবি। তাই বাজারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।’’  

২৮ জানুয়ারি ছিল উৎসবের শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। মুনমুন সেন, মোহন আগাসে, জয়া শীল, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মত গুণী শিল্পীরা এসেছিলেন। ৩৫টিরও বেশি পুরস্কার দেওয়া হয়। প্রতি বছরের মত এবারেও জীবনকৃতি পুরস্কার এবং জীবন গুহ মেমোরিয়াল পুরস্কার ছিল। এবছর জীবনকৃতি পুরস্কার পেলেন বিশিষ্ট বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘‘আমার যা বয়স, এই বয়সে আমার যাঁরা বন্ধুবান্ধব আছেন এই অভিনয় জগতে, সবাই এই পুরস্কার পেতে পারেন। কিন্তু এই বছরটা আমার, তাই আমি পাচ্ছি। খুবই ভাল লাগছে।’’ ছবি কীভাবে দেখতে হবে তার উপর জোর দেন। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন মুনমুন সেন। ওঁর ‘ক্যাবেজ’ ছবিটি শেষ দিন দেখানো হয়। মুনমুন বলেন, ‘‘ভাল কোনও চরিত্র পেলে অভিনয় করতে ইচ্ছে হয়। কিন্তু তেমন কেউ ভাল স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসে না।’’



এ বছর সেরা ছোট ছবি ‘গিধ’। সেরা ভারতীয় ছোট ছবি ‘নেহেমিচ’। সেরা বাংলা ছোট ছবি ‘২৫১’। সেরা পরিচালক অস্মিত পাথারে। ওঁর ‘টু ওয়ে স্ট্রিট’ ছবির জন্য। সেরা অভিনেতা ‘২৫১’ ছবির জন্য অনির্বাণ ভট্টাচার্য। জুরিদের চোখে সেরা ছবি ফ্রান্সের ‘ওয়ার এন্ড পিস’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন যুগ্মভাবে সব্যসাচী চক্রবর্তী এবং মুনমুন সেন। শেষ দিন বাংলা ছায়াছবির দুনিয়ার নামী-গুণী শিল্পীরা উপস্হিত ছিলেন। উৎসবের কর্ণধার শাশ্বতী গুহ চক্রবর্তীর কথায়, ‘‘মাত্র চার বছরে আমরা অনেকটাই এগিয়েছি। এখনও অনেকটা পথ চলতে হবে। সবার থেকে দারুণ সাড়া পাচ্ছি। এই ভালবাসা নিয়েই আমরা এগিয়ে যাব।’’




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

Breaking: তথাগতর বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রৌনক! কী হবে এই সম্পর্কের পরিণতি?...

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



01 24